Sunday, May 30, 2010

এলে বেলে প্রেম এলে

ছোট্টো টেবিল, দু'টো চেয়ার
আমি, তুমি আর কফির কাপ,
বৃষ্টি রাত,কাচের দেয়াল,
কাচেতে বৃষ্টি,জলের ভাপ।

একটু হাসি, চার'টে হাত,
সরলতা ভরা কিছু আলাপ,
আশ্রয় খোজে A.C'র হাওয়া,
বুক মেখে নেয়, প্রেমের তাপ।

বৃষ্টি থামে, হাতে হাত
ভেজা ঘাস ছোয় চার'টে পা।
ফুলের গন্ধ, ভেজা বাতাস,
কাঁধে মাথা, আর উষ্ণতা।

কচুর পাতা, টল টলে জল;
মাটির গন্ধ, মন ভরা;
কাটলো মেঘ, বাড়লো রাত,
নিয়ম জানায়, বাড়ি ফেরা।

মন কেমন,মানে না মন,
শুরু বিরহ জন্ত্রনা,
মিলবো আবার,ভিজবো আবার,
বৃষ্টি আসবে, স্বান্তনা!

1 comment:

  1. can really connect with the lyrics..hats off buddy :)

    ReplyDelete