Monday, October 17, 2011

ভয়ের আরাম

হাত-টা খুব নিস্-পিস করছে,

মুঠোর মধ্যে ধরা একটা কলম;

ইচ্ছে করছে, লিখে দিই সবকিছু-

শব্দই আজ, আমার ব্যাথার মলম।


আজ আর আমার মুখ ফোটেনা,

মুখ টা আমার সেলাই করেছে, ওরা

বলেছে, ’শুধু দেখে যা, একটু নড়লেই,

খুঁচিয়ে দেব, তোর ওই চোখ জোড়া-‘


আমি দেখছি সব, শুনছি চুপ করে।

এই বেশ ভাল, আমি এভাবেই থেকে যাবো।

মুখ খুলে আমি চোখ হারাব নাকি!

এমন আরাম কোথায় আমি পাব?


ওই যে, এক গাদা লোক চলছে, শেকল ধরে -

পথ-টা ওদের আগেই রয়েছে মাপা,

ওরা বিবেক-গুলো ফেলেছে ডাস্টবিনে,

আর, তার ওপরে বিশাল পাথর চাপা।


আমিও ছিলাম, কখনো ওদের দলে-

ওদের মতই ছিলাম শেকল ধরে,

একদিন যেই, একটু ছেরেছি হাত,

আমার মুখ-টা আগে দিলো সেলাই করে।


আমি শুনতে পাছি, টপ-টপ-টপ শব্দ।

আমার ভিতরেই শুনছি ওই আওয়াজ।

বাইরের কেউ টের-ও পায় না,

আমার, বিবেক থেকে রক্ত চুঁইছে আজ।

Monday, October 3, 2011

মরনের পরে

কান্না গুলো ভাঙ্গিয়ে দিল ঘুম,

উঠে দেখি আজ, হাল্কা অনেক হাল্কা।

তাকিয়ে দেখি, পড়ে আছে এক দেহ, অনেক চেনা-

বুঝে গেছি, বন্ধন সব হয়েছে আজকে আলগা।


তবে, হয়েছি আজকে মুক্ত, আমি মুক্ত, আমি মুক্ত।

উড়ে চলেছি, অনুভূতি গায়ে মেখে—

হঠাৎ, থমকে দিল, চেনা স্বরে কিছু কান্না,

বুকটা যেন মুচড়ে উঠল দেখে।


অবাক করল, ওদের মুখের বিলাপ,

আমি এতটা ভালো, জানা ছিল না তো আগে!

মরে গেছি, তবু ধাপ্পা দিচ্ছে সব,

মরার পরেই ওদের বিবেক জাগে?


যাক গে, এসব বেকার জিনিস পত্র।

যমালয়েও c.v. টা strong চাই,

কী করেছি, কী করিনি জীবন ধরে,

বলতে পারলে তবে যদি chance পাই!


করেছি সেটাই, চলছে যা যুগ যুগ,

পেয়েছি শুধুই ভুল করবার ভয়।

দেখছি আমার ছোট্ট জীবন চক্র,

c.v. খানা তো পাতে দেবার ও নয়।


আজকেও তাই হয়ে গেল এক ভুল,

শরীর ছেড়েছি হঠাৎ ঝোঁকের তোড়ে।

যমরাজেও নেবেনা আমার প্রান,

মাঝখানে তাই, ঝুলছি বিপদ করে।