Sunday, May 30, 2010

এলো মেলো, স্বপ্ন গুলো

চাঁদ এসে বস'ল আমার পাশে;
আকাশ দেখি একলা যে আজ ভারি,
যে রাত আমি হ'লাম স্বার্থপর;
চাঁদ হাতে, আকাশে দিলাম আড়ি।

জুঁই-এর গন্ধে বাতাস ভেসে যায়;
আলোর মেলায়, ছোট্টো আমার বাসা;
রাতের আকাশ গরিব আমার চেয়ে;
মাতাল করেছে, এই মিথ্যে নেশা।

রাত কাটবার সময় হো'ল প্রায়,
ঘুমের চাদর ধেকে দিল চোখ;
সূ্র্য্য দিল প্রথম আলো, চোখে
ক্লান্ত স্বপ্ন বলে,সকাল হো'ক।

সকাল হো'লো, চোখে আমার জল;
স্বপ্নচ্যুত আমি নিঃসহায়,
চাঁদ দিয়েছে পাড়ি অন্য রাত,
স্বপ্নবাসী আমি, অপেক্ষায়।

1 comment: