Sunday, May 30, 2010

বিদায় বেলা, মরন মেলা

যেদিন শুনি চলে যাবে,
দরজায় পেতেছি আমার মন।
সব টুকু আগলে ছিলো দ্বার,
এছারা যে কিছুই ছিলনা আর;
তবুও মারিয়ে গেলে মন,
মরন ছারা গতি নাই আর;
পরে রইল রক্ত মাংসে আমি,
মন ছারা কিছুই ছিলনা যার।

1 comment:

  1. এই বাংলাএ লেখার ব্যাপারে পুরো কৃ্তিত্ব মধুসুদন এর

    ReplyDelete