Thursday, December 30, 2010

কবিতা’র ছেঁড়া খাতা

এই খাতা-তেই বাঁধবো ঘর, তুমি-আমি পরস্পর;

কবিতার ছেঁড়া খাতা।

পিছনে ফেলে, বাস্তব-চাল, দোঁহায় বুনিব স্বপ্ন জাল;

চার’টি চোখের পাতা।

মেঘ রঙা ছোট্টো বাসা, দখিন হাওয়ার যাওয়া-আসা;

দেখবো তোমার হাসি।

সকালে লাল সূর্য এঁকে, কুয়াশা-টা গায়ে মেখে,

বলবো, ভালবাসি।

প্রকৃতি, তুমি কৃপা ক’রো, স্বপ্ন-টা’কে একটু ধরো,

বাঁচিয়ে রাখো আজ।

বলবো বলে অনেক বাকি, কল্পনা’তে নেইকো ফাঁকি,

খুলোনা স্বপ্ন-সাজ।

শেষ উপহার তোমার খাতে, তুলে দেবো ওই দু’হাতে,

স্বপ্ন কয়েক পাতা।

বেছে নিও নিজের মতো, সুখে থেকো ইচ্ছে য’ত;

কবিতার ছেঁড়া খাতা।

পাগল-পাগল

যদি পৃথিবী-কে ডাকি আমার বলে,
আকাশ, আমার বলি!
বাতাশ বলবে,’রাজা তুমি,
তোমার তালেই চলি’

পাহাড় গুলো, কূর্ণিশ ঠোকে,
নদী ধোয়ায় পা,
সমুদ্র-টা, bathtub হ’লো,
স্নানে ধোয়ায় গা

কি ভাবছো, পাগল আমি,
সুস্থ মানুষ নয়!
আরে, সুস্থ-রা তো গোলাম হ’বে,
পাগল, রাজা হয়

ভালোবাসি আলো-হাসি

আমার হাতে, আমার খাতায়, আঁকছি তোর ছবি,

রং নেই, কালি নেই, তোর প্রেমিক কবি।

আঁকতে পারিনা, আর্টিস্ট নই, লিখছি আমি কবিতা।

আসবিনা ফিরে, জানি আমি, ব্যর্থ হবে সব-ই-তা।

গরীব নই, ধনী-ই বটে, আসবি কি-না দ্যাখ;

শুনবি নাকি, কি কি আছে, একের পর এক?

আকাশ দিয়ে শুরু করি, ওটা-ই দেবো first;

Free তে দেবো believe me করিস যদি trust!

আকাশ-টা তো অনেক বড়, funda তবে শোন,

স্বর্গ বানাস, আমায় শুধু দিস একটা কোন।

ভালোবাসি পাগলি তোকে, শিশির ভেজা ঘাস।

Guarantee দিয়ে বলতে পারি, কোথাও যদি পাস।

শিউলি তোর কেমন লাগে? দেবো দু-চার মুঠো

মালা গেঁথে পড়ে নিস, দেবো ছুঁচ-সূতো

আবার বলছি ভালোবাসি, আর-কি লাগবে বল;

না বললে ডুববো আমি, সাগর ভরা জল।