Saturday, June 5, 2010

ক্ষমা বিলাসিতা

মনের গা'য়েতে শুধু চাবুকের দাগ।
হাসছে প্রভু,হাসছে তবু!
আবার আঘাত,রক্তের ছিটে;
কাঁটার-মুকুট-প্রভু, আছে নির্বিকার।
বলে ক্ষমা ক'র সহশ্র বার;
শেখালো, নির্ঝঞ্ঝাট ক্ষমা,শৈশব থেকে।
বিবেকের পিঠ ভরা,ছুরিকার দাগ,
বিষে বিষে নীল হ'ল,এ মহাসমাজ।

হে নীলকন্ঠ, ভোলো ক্ষমা বিলাসিতা,
হানো চরম আঘাত,
ঢেলে দাও সব বিষ,বিবেক মারা কলে,
বাজাও বিবেক জাগানো শিঙ্গা।

অপেক্ষা বিলাসী সমাজ আবার নির্বিকার,
জানে শুধু, চাকা ঘোরার অপেক্ষা.........।।

No comments:

Post a Comment