Monday, January 24, 2011

আমি পালিয়ে বেড়াই রোজ

এ-পাতা,ও-পাতা, ডেস্কটপ-স্ক্রিন,
আমার সফর, ক্ষান্তি বিহীন;
তোমার মুখটা সকাল-বিকেল করছে আমার খোঁজ
আমি, পালিয়ে বেড়াই রোজ

সুখ চেয়েছি, আঘাত পেয়েছি,
ভালোবাসা দিয়ে, দুঃখ কিনেছি;
মনের দেয়ালে,ঘা গুনে, আজ করছি শান্তি খোঁজ;
তাই, পালিয়ে বেড়াই রোজ

ভুলতে চাইছি, পুরোনো স্মৃতি,
ছিল আগে, যত প্রেম-পিরিতি
পাগলের মত,চিতকারে বলি, ’স্মৃতি তুই চোখ বোজ!’
আজও, পালিয়ে বেড়াই রোজ

একদিন কবে থমকে গিয়ে,
অচিন পাখি,পাখা উড়িয়ে,
প্রাণ নিয়ে যাবে অচিন রাজ্যে, কখনো পাবে না খোঁজ;
সেদিন, পালাতে হবে না রোজ

1 comment:

  1. Tumi r jar thekei paliye berao...amader theke paliyo na..plz..ta hole eto valo valo lekha amra miss korbo....

    ReplyDelete