Thursday, December 30, 2010

কবিতা’র ছেঁড়া খাতা

এই খাতা-তেই বাঁধবো ঘর, তুমি-আমি পরস্পর;

কবিতার ছেঁড়া খাতা।

পিছনে ফেলে, বাস্তব-চাল, দোঁহায় বুনিব স্বপ্ন জাল;

চার’টি চোখের পাতা।

মেঘ রঙা ছোট্টো বাসা, দখিন হাওয়ার যাওয়া-আসা;

দেখবো তোমার হাসি।

সকালে লাল সূর্য এঁকে, কুয়াশা-টা গায়ে মেখে,

বলবো, ভালবাসি।

প্রকৃতি, তুমি কৃপা ক’রো, স্বপ্ন-টা’কে একটু ধরো,

বাঁচিয়ে রাখো আজ।

বলবো বলে অনেক বাকি, কল্পনা’তে নেইকো ফাঁকি,

খুলোনা স্বপ্ন-সাজ।

শেষ উপহার তোমার খাতে, তুলে দেবো ওই দু’হাতে,

স্বপ্ন কয়েক পাতা।

বেছে নিও নিজের মতো, সুখে থেকো ইচ্ছে য’ত;

কবিতার ছেঁড়া খাতা।

No comments:

Post a Comment