Thursday, December 30, 2010

ভালোবাসি আলো-হাসি

আমার হাতে, আমার খাতায়, আঁকছি তোর ছবি,

রং নেই, কালি নেই, তোর প্রেমিক কবি।

আঁকতে পারিনা, আর্টিস্ট নই, লিখছি আমি কবিতা।

আসবিনা ফিরে, জানি আমি, ব্যর্থ হবে সব-ই-তা।

গরীব নই, ধনী-ই বটে, আসবি কি-না দ্যাখ;

শুনবি নাকি, কি কি আছে, একের পর এক?

আকাশ দিয়ে শুরু করি, ওটা-ই দেবো first;

Free তে দেবো believe me করিস যদি trust!

আকাশ-টা তো অনেক বড়, funda তবে শোন,

স্বর্গ বানাস, আমায় শুধু দিস একটা কোন।

ভালোবাসি পাগলি তোকে, শিশির ভেজা ঘাস।

Guarantee দিয়ে বলতে পারি, কোথাও যদি পাস।

শিউলি তোর কেমন লাগে? দেবো দু-চার মুঠো

মালা গেঁথে পড়ে নিস, দেবো ছুঁচ-সূতো

আবার বলছি ভালোবাসি, আর-কি লাগবে বল;

না বললে ডুববো আমি, সাগর ভরা জল।

No comments:

Post a Comment